
শান্তিগঞ্জ প্রতিনিধি | শনিবার, ০২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত
আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অর্থনীতি সাদাত মান্নান অভির পক্ষে দিনব্যাপী গণসংযোগ, মতবিনিময় সভা ও লিফট বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (২ মার্চ) দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে ইউপি সদস্য রোশন আলীর বাড়িতে সামাজিক অনুষ্ঠান শেষে প্রবীণ মুরব্বি ইন্তাজ আলীর সভাপতিত্বে, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি তহুর আলী, বর্তমান কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, আসামমুড়া গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার আব্দুল্লাহ মিয়া, এম এ মান্নান এমপির সাবেক রাজনৈতিক সচিব ইকবাল হোসেন, ব্যক্তিগত সহকারী জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নুর আলম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী শিকদার, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, জয়ন্ত তালুকদার পুল্টন, সুলতান আহমদ, প্রবীণ মুরব্বি আব্দুল মতিন, নারাইনকুড়ি গ্রামের আব্দুল লতিফ, জাহানপুর গ্রামের শহিদ মিয়া, আসামমুড়া গ্রামের শহিদ মিয়া, মোশাহিদ প্রমুখ।
পরে নেতাকর্মীরা পাথারিয়া ইউনিয়নের জাহানপুর, শ্রীনাথপুর, আসামমুড়া ও পাথারিয়া বাজারে গণসংযোগ ও লিফট বিতরণ করেন।
Posted ১০:২৩ অপরাহ্ণ | শনিবার, ০২ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed