
অনলাইন ডেস্ক | শনিবার, ০২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 80 বার পঠিত
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে।
‘সঠিক তথ্যে ভোটার হবো’ ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে ছাতক উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্ত্রীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) তাসনিম আক্তার।
শিক্ষক বঙ্কিম চন্দ্র আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, অর্থ সম্পাদক বিজয় রায়, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি শংকর দত্ত, উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. নুর আলম পাপ্পু।
এসময় উপস্থিত ছিলেন, তৌহিদুল ইসলাম, মো. রিয়াজ মিয়া, মোছা. তানিয়া আক্তার, মো. একরাম হোসেন, আবিদ নূর প্রমুখ।
Posted ২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০২ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed