
বিশ্বনাথ প্রতিনিধি | শুক্রবার, ০১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 192 বার পঠিত
‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সিলেটের বিশ্বনাথে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিশ্বনাথ উপজেলা প্রশাসন।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি নতুন বাজারের প্রবাসী চত্ত্বর ঘুরে ফের পরিষদ কম্পাউন্ডে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
ফারইস্ট ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কর্মকর্তা মো. লিটন মিয়ার সঞ্চালনায় সভায় বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন।
Posted ৯:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed