
জগন্নাথপুর প্রতিনিধি | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম, আসারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
Posted ১২:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed