মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে হামলায় নারী আহত, মামলা দায়ের

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   131 বার পঠিত

গোয়াইনঘাটে হামলায় নারী আহত, মামলা দায়ের

আহত দিলারা বেগম (৪০)

গোয়াইনঘাট উপজেলার মেওয়াবিলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দিলারা বেগম (৪০) নামের এক নারী আহত হয়েছেন। তিনি মেওয়াবিল গ্রামের দিনমজুর ফরিদ উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় ফরিদ উদ্দিন বাদী হয়ে গত সোমবার (৪ ডিসেম্বর) গোয়াইনঘাট আমলগ্রহণকারী আদালতে মামলা (নং- সিআর ৩৯২/২৩) দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের আব্দুর রহিম ওরফে কাঁচা মিয়ার ছেলে আশরাফুল ইসলাম হাম্মাদকে (২৭)।

মামলার বিবরণীতে বলা হয়, গত শনিবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দিলারা বেগম নিজের জমিতে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ আশরাফুল ইসলাম হাম্মাদ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দিলারা বেগমের মাথায় আঘাত করে। এত দিলারা বেগম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জানা যায়, জমি নিয়ে কিছু দিন থেকে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই শত্রুতাবশত আশরাফুল ইসলাম হাম্মাদ দিলারা বেগমের ওপর হামলা চালিয়েছেন। দিনমজুরের পরিবারের ওপর এই হামলায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

Facebook Comments Box

Posted ৩:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com