গোয়াইনঘাট প্রতিনিধি | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 213 বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আব্দুল বাতেন ২য় গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৩৫তম আসরের (আরসিবি) দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ ম্যাচে পিয়াইন ক্রিকেট দলকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে গোয়াইনঘাট থানা ক্রিকেট দল।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পাঞ্জেরী ক্রিকেট গ্রাউন্ডে (সাকের পেকের খাল) এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
আরসিবি (রুস্তুমপুর ক্রিকেট বোর্ড) ২য় রাউন্ডের সর্বশেষ ম্যাচে গোয়াইনঘাট থানা ক্রিকেট দল বনাম পিয়াইন ক্রিকেট দলের খেলা অনুষ্ঠিত হয়। ১০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং নেমে ৬ উইকেট হারিয়ে দশ ওভার শেষে ১১২ রান সংগ্রহ করে গোয়াইনঘাট থানা ক্রিকেট দল। জিতার জন্য ১১৩ রানের টার্গেটে নিয়ে ব্যাটিং নেমে ৮ ওভার শেষে অল উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে পিয়াইন ক্রিকেট দল।
গোয়াইনঘাট থানা ক্রিকেট দলের কাছে ৬৪ রানে পরাজিত হয়ে ৩৫তম আরসিবি আব্দুল বাতেন ২য় গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে থেকে বিদায় হয় শক্তিশালী পিয়াইন ক্রিকেট দল।
ম্যাচে গোয়াইনঘাট থানা ক্রিকেট দলের অধিনায়ক গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ৫৭ রান সংগ্রহ করে মেন অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
খেলা শেষে গোয়াইনঘাট থানা ক্রিকেট দলের অধিনায়ক গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের পক্ষে হতে অতিথিবৃন্দের কাছ থেকে মেন অব দ্যা ম্যাচ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন থানার এসআই এনামুল হাসান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং রুস্তুমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্বাস উদ্দিন, লামনী প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমদ, আরসিবি সভাপতি সোহেল আহমদ, গোয়াইনঘাট থানার এসআই ফকরুল ইসলাম, এএসআই পলাশ চন্দ্র দাস।
উপস্থিত ছিলেন, রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, যুবলীগ নেতা ও সাবেক মেম্বার আব্দুল হাকিম, যুবলীগ নেতা শানুর আহমদ প্রমুখ।
Posted ৭:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed