কুলাউড়া প্রতিনিধি | শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 47 বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান ২৪ আগস্ট (শনিবার) দুপুরে কুলাউড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে উপজেলা জামাত ইসলামী এক পথসভা স্থানীয় টিলাগাঁও বাজারে আয়োজন করে। দীর্ঘ ১৫ বছর পর জামায়াতে ইসলামী এই প্রথম খোলামেলাভাবে পথসভার আয়োজন করলো।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, চোরদের জন্য প্রতি বছরে নদীর বাঁধ ভাঙছে। কোটি কোটি টাকা বিগত সময়ে বরাদ্ধকৃত অর্থ চোরদের পকেটে চলে যাওয়ার ফলে নদী খনন হয়নি। তাই প্রতি বছর নদীর বাধ ভেঙে বন্যা হয়। আর মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। বর্তমানে সৃষ্ট বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতেরও দায় আছে। শুকনো মৌসুমে তারা বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখে আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশসকে ভাসিয়ে দেয়। এটা আর চলতে দেওয়া হবে না। আন্তর্জাতিক আদালতে এ ব্যাপারে প্রয়োজনে যাওয়া হবে। কারও জমিদারি চলবে না। ১৮ কোটি মানুষের দেশ সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, খ্রিষ্টানসহ সকল ধর্মের মধ্যে সম্প্রীতি রয়েছে। কোন অপশক্তি সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সংখ্যাগুরু সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না। আমরা সকলে মিলে এ দেশটাকে নতুন করে গড়ে তুলব।
টিলাগাও বাজারে দুপুর দেড়টায় অনুষ্ঠিত সভায় এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর মৌলভীবাজার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সহ সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন সেক্রেটারি সাইফুল ইসলাম খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সুমন, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি আলাউদ্দিন, পৌর সভাপতি রুহুল আমিন ও সেক্রেটারি মনসুর আহমদ প্রমুখ।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed