শনিবার ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় পররাষ্ট্রমন্ত্রী

ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগকে মুখ্য ভূমিকা পালন করতে হবে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত

ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগকে মুখ্য ভূমিকা পালন করতে হবে

একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই। তাই দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ ছাত্রলীগই আওয়ামী লীগের শক্তি। ছাত্রলীগ মানেই আওয়ামী লীগ। ছাত্রলীগ যেখানে আছে, জনগণও সেখানে আছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

সিলেট নগরীর এক অভিজাত হোটেলে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।

বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।

নির্বাচনে মাঠপর্যায়ে প্রচারণা ও ভোটারদের নির্বাচনমুখি করতে ছাত্রলীগের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদের সঞ্চালনায় ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পিয়ার, জেলা মজহলা আ্ওয়ামী লীগের হেলেন আহমদ, সাবেক ছাত্রনেতা ইলিয়াছুর রহমান ইলিয়াস, জাহিদ সারওয়ার সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবে আর সেই আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেনকে বিজয়ী করে আমাদের প্রমাণ করতে হবে সিলেট নৌকার ঘাঁটি।

বক্তারা আরো বলেন, ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে থেকে শুরু করে স্বৈরাচার বিরোধি আন্দোলনে রাজপথে ছিল। জয় বাংলা শ্লোগানকে ধারণ করে ছাত্রলীগ নির্বাচনী মাঠে থাকবে।

চারদিকে ষড়যন্ত্র হচ্ছে, তাই ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, কেউ যেন ভিন্ন পন্থা অবলম্বন করে আগামি নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জ্বালাও পোড়াও করে, নৈরাজ্য করে কেউ পার পাবে না।

সভায় মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ পররাষ্ট্রন্ত্রীর হাতে নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি তালিকা তুলে দেন।

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com