শুক্রবার ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেতা, মডেল ও ইউটিউবার সালমান মুক্তাদির হাসপাতালে

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   49 বার পঠিত

অভিনেতা, মডেল ও ইউটিউবার সালমান মুক্তাদির হাসপাতালে

ছবি : সংগৃহীত

অভিনেতা, মডেল ও ইউটিউবার সালমান মুক্তাদির প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় শেয়ার করেন তিনি। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিজেই জানিয়েছেন সালমান। সোমবার (১ জুলাই) দুপুরে ভেরিফাইড ফেসবুক পেইজে অসুস্থতা নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। এ সময় একটি ছবিও পোস্ট করেন সালমান।

ছবিতে দেখা যায়, সালমানের হাতে ক্যানোলা লাগানো হয়েছে। সঙ্গে নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার।

তবে কোনো কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন নাকি মেডিকেল চেকআপ ছিল, তা স্পষ্ট করেননি এই

জানা যায়, সালমান মুক্তাদিরের রাতে ঘুম হয় না। শারীরিক জটিলতা, দুশ্চিন্তা ও নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। সালমানের এ পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকে বলছেন, ঘুম না হওয়ায় হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি। আবার অনেকে বলছেন, তিনি অসুস্থ নন। বরং হাসপাতালের প্রমোশন করছেন।

গত বছর ৩০ এপ্রিল ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। ক্যামেরার সামনে বিয়ের পর তাদের সুখী দম্পতি হিসেবেই দেখা গেছে। সালমানের অসুস্থতা নিয়ে এখনও কিছু বলছেন না তার স্ত্রী দিশা।

Facebook Comments Box

Posted ১০:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com