
আমতলী (বরগুনা) প্রতিনিধি | শুক্রবার, ৩১ মে ২০২৪ | প্রিন্ট | 48 বার পঠিত
আমতলীতে রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পৌরসভার লঞ্চঘাট এলাকায় চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মে) বিকেলে লঞ্চঘাট এলাকা খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। ত্রাণ বিতরণ সভায় উপস্থিত ছিলেন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সম্পাদক মো. মিজানুর রহমান, গাজী মো. লোকমান হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান বাদল তালুকদার ও মো. সোহরাব হোসাইন ও গাজী স্বপন প্রমুখ।
লঞ্চঘাট এলাকার বাসিন্দা খায়রুন নাহার বলেন, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন বইন্যার পর মোগো লইগ্যা যে ভাবে সাহায্য নিয়া আইছে এতে আমরা অনেক ক্ষুশি।
একই স্থানের আব্বাস হোসেন বলেন, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন বইন্যার পর মোগো ত্রানের চাউল ডাইল, তেল ও লবন দিয়া জীবনডা বাচাইছে। মোরা খাইয়া দোয়া করি আল্লায় যেন হেগো ভালো রাহে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করি সকল দাতা এবং বিত্তবান এবং এনজিওরা ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে আসবে।
Posted ৮:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed