
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
ফাইল ছবি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। বেসরকারি ফলাফল অনুযায়ী প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
প্রার্থীদের এজেন্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫২টি কেন্দ্রের মধ্যে কেন্দ্রের মধ্যে মোটরসাইকেল প্রতীকে রেজাউল করিম শামীম পেয়েছেন পেয়েছেন ২৯ হাজার ১১১ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির (সদ্য বহিস্কৃত) সভাপতি নূরুল হক আফীন্দি আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৯৮ ভোট। এবং ঘোড়া প্রতীক নিয়ে ১৩ হাজার ৫৩১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
ভাইস চেয়ারম্যান পদে আকবর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মারজানা ইসলাম শিবনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
Posted ১০:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed