
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 44 বার পঠিত
ফাইল ছবি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ।
এ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী। তিনি ২৩ হাজার ৯শ ৫৬টি ভোট পেয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ প্রার্থী অংশ নিয়েছেন। যেখানে চেয়ারম্যান পদে চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন লড়ছেন।
জৈন্তাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬টি।
Posted ৯:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed