
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
ফাইল ছবি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। এ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ২৮ হাজার ৭১৮।
মজির উদ্দিনের নিকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমানে ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৪২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed