বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র হলেন ওসমানীনগরের সেলিম চৌধুরী

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি   |   শুক্রবার, ১৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   52 বার পঠিত

যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র হলেন ওসমানীনগরের সেলিম চৌধুরী

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন সিলেটের ওসমানীনগরের সেলিম চৌধুরী। বৃহস্পতিবার (১৬ মে) যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

সেলিম চৌধুরী সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের বিশিষ্টি দানশীল শিক্ষানুরাগী ও সালিশ ব্যক্তিত্ব মরহুম আব্দুল মতিন চৌধুরীর বড় ছেলে। সেলিম চৌধুরী দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে সপরিবারে সববাস করছেন। তিনি একাধিকবার স্থানীয় কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সেলিম চৌধুরী যুক্তরাজ্যের একজন খ্যাতনামা ব্যবসায়ী, তিনি ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার এসোসিয়শরে সভাপতি, এনআরবি ব্যাংকের পরিচালক, সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ দেশে ও প্রবাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ কমউিনিটির নানা সমাজসেবামূলক কর্মকান্ডে প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছেন। সেলিম চৌধুরী যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় প্রবাসে বাঙ্গালী কমিউনিটি বিশেষ করে সিলেটের প্রবাসী সহ সেলিম চৌধুরীর পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা দেখা দিয়েছে। এছাড়াও সেলিম চৌধুরীর নিজ এলাকা ওসমানীনগরের নগরীকাপন গ্রাম সহ গোটা ওসমানীনগরবাসী অত্যন্ত আনন্দিত।

গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান মানিক বলেন, সেলিম চৌধুরী আমার আত্মীয় আপনজন ও আমাদের ইউনিয়নের বাসিন্দা। তিনি যুক্তরাজ্যর একজন সফল ব্যবসায়ী সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ে দীর্ঘ দিন থেকে অবদান রেখে আসছেন। সেলিম চৌধুরী যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি।

Facebook Comments Box

Posted ৯:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com