মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট নগরের কালীঘাটস্থ শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়ায় মহোৎসব ২২ মে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   44 বার পঠিত

সিলেট নগরের কালীঘাটস্থ শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়ায় মহোৎসব ২২ মে

ফাইল ছবি

সর্ববিঘ্নবিনাশক ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব-এর শুভ আবির্ভাব তিথি (নৃসিংহ চতুর্দশী) মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২২ মে বুধবার সন্ধ্যায় অভিষেক স্নান ও উপোসধারী ভক্তদের মধ্যে অনুকল্প প্রসাদ বিতরণ করা হবে।
২৩ মে বৃহস্পতিবার সকালে পারণ এবং দুপুর ২’টায় মহাপ্রসাদ বিতরণ। আয়োজনেঃ কালীঘাটস্হ ভক্ত সাধারণ। নিবেদনে- প্রকৌশলী গৌতম দে। এরপর আগামী ২৫ মে শনিবার বিকেল ৫টায় আখড়া প্রাঙ্গণে শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়াটির জরাজীর্ণ অবস্থা নিরসনকল্পে সংস্কার, সংরক্ষণ, নির্মাণ ও কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে এক জরুরি মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে।

শ্রীশ্রী নৃসিংহদেব-এর শুভ আবির্ভাব তিথি ও জরুরি মতবিনিময়সভায় সর্বস্তরের সনাতনী ও গৌর ভক্ত-অনুরাগীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী নৃসিংহদেব জিউর আখড়ার শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী, সেবায়েত ও সভাপতি অ্যাডভোকেট গৌতম দাস, সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com