মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
রকীব শাহ্ (রহ.) এর ৫৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

‘রকীব শাহ্ আধ্যাত্মিক ভুবনে অতি উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন’

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১১ মে ২০২৪   |   প্রিন্ট   |   49 বার পঠিত

‘রকীব শাহ্ আধ্যাত্মিক ভুবনে অতি উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন’

ফাইল ছবি

সূফি সাধক ও মরমি কবি হযরত রকীব শাহ্ (রহ.) এর ৫৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ, যিকির ও সামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ মে) বাদ এশা সিলেট শহরের কাজীটুলাস্থ হযরত রকীব শাহ্ (রহ.) এর মাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রকীব শাহ্ পরিষদের সভাপতি ড. কাজী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাড. এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।

বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা কাজী রিফাত আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যাংকার ও ইসলামী চিন্তাবিদ শহীদুল ইসলাম সেলিম ও সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ড. তুতিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মৌলানা আবুল কালাম।

আলোচনাসভায় বক্তারা বলেন, ‘আধ্যাত্মিক ভুবনে হযরত রকীব শাহ্ অতি উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তাঁর জীবনাদর্শ, সাধনা ও বিশাল সাহিত্যভাণ্ডার বাংলাদেশ তথা বিশে^র বাংলা ভাষাভাষী মানুষের এক অমূল্য সম্পদ। মরমি সঙ্গীত ছাড়াও রকীব শাহ্ কবিতা ও প্রবন্ধ রচনায় পাণ্ডিত্য প্রদর্শন করেছেন।’
বক্তারা আরও বলেন, ‘রকীব শাহ্ বাংলাদেশের সর্বাধিকসংখ্যক সূফি-শাস্ত্র-গ্রন্থ রচয়িতা ছিলেন। সূফি-সাধক কবি রকীব শাহ্ নিরন্তর ধর্মচর্চায় নিমগ্ন থেকেও তিনি তাঁর ব্যক্তিগত আবেগ অনুভূতি ও উপলব্ধি কবিতা, সঙ্গীত ও প্রবন্ধাকারে প্রকাশ করেছেন। বিশ^ব্যাপী বিভিন্ন দেশে পরিভ্রমণকারী রকীব শাহের সৃষ্টিকর্মে বিশে^র বহুবিধ ভাব ও চিন্তা-চেতনার সমন্বয় ঘটেছে। তাঁর সৃষ্টিকর্ম প্রমাণ করে যে, তিনি সূফি চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ একজন উচ্চমার্গের সফল সাধক ও অলি ছিলেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ড. তৌহিদুল ইসলাম, ড. আব্দুন নুর, শামসুল ইসলাম মুন্না, হাফিজ মৌলানা আব্দুল বাসিত খান প্রমুখ।
আলোচনাসভা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত করেন ক্বারী মৌলানা আবুল কালাম।

Facebook Comments Box

Posted ৯:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com