
আমতলী (বরগুনা) প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | প্রিন্ট | 53 বার পঠিত
ফাইল ছবি
আমতলী উপজেলা পরিষদের নির্বাচনে মোট প্রার্থী ১৩ জন। বৃহস্পতিবার (৯ মে) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এ দিনে ৩টি পদের জন্য মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আমতলী উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএকাদের মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, সাবেক এমপি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম নিজাম উদ্দিন তালুকদারের কনিষ্ট সন্তান এলমান আহম্মেদ সুহাদ, মো. আলতাফ হোসেন হাওলাদার, অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু, যুবলীগের সাবেক সভাপতি মো. মেয়াজ্জেম হোসেন খান, নাজমুল আহসান সোহাগ, অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান ও সৈয়দ মো. নাজমুল হক। নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোসা. মনিরা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান মাকসুদা আকতার জোসনা ও জেসিকা তারতিলা জুথি। আগামী ৫ জুন আমতলী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed