
গাজীপুর প্রতিনিধি | বুধবার, ০৮ মে ২০২৪ | প্রিন্ট | 53 বার পঠিত
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে নাহিদ হাসান নামের এক যুবকের অনেক দিনের স্বপ্ন ছিল মোটরবাইক কেনার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে স্বপ্নটি – দূঃস্বপ্নে পরিণত হলো। বিকেলে বাড়ি ফেরার পথে সড়ক দূ্র্ঘটনায় নতুন মোটরবাইক আরোহী লাশ হয়ে ফিরলো। নিহত নাহিদ হাসান (২৩) কালিয়াকৈর উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের পুত্র।
গাজীপুরের কালিয়াকৈরে সকালে অন্যের কাছ থেকে মোটরসাইকেল কিনে বিকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নাহিদ হাসান।
মঙ্গলবার (৭ মে) বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার জাথালিয়া এলাকার নাহিদ হাসান সকালে নতুন একটি মোটরবাইক কেনে। বিকাল সাড়ে পাঁচটার দিকে নতুন মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফুলবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরবাইকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মোটরবাইক আরোহী নাহিদ হাসান নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাহিদের লাশ উদ্ধার করে ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।
ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এসআই সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে যান।
Posted ১০:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed