
অনলাইন ডেস্ক | বুধবার, ০৮ মে ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অবনী মোহন দাস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৯ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।
উপজেলায় ৩৭ কেন্দ্রের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে অবনী পেয়েছেন ২৪ হাজার ৪৩২ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সভাপতি (বহিস্কৃত) গণেন্দ্র চন্দ্র সরকার আনারস ১৫ হাজার ৪৭৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে অরিন্দম চৌধুরী অপু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শর্বরী মজুমদার বিজয়ী হয়েছেন।
এই উপজেলায় মোট ভোটার রয়েছে ৯১ হাজার ৩৬৮ ভোট।
Posted ১০:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed