
কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | মঙ্গলবার, ০৭ মে ২০২৪ | প্রিন্ট | 88 বার পঠিত
ফাইল ছবি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) নির্বাচিত হয়েছে আফিফা হাসনাত তাসনিম। তাঁর বাবা দ্বীনি সিনিয়র ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার পিটি এ কমিটির সভাপতি ও বুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ আলী আনোয়ার মেয়ে।
আফিফা হাসনাত তাসনিম দ্বীনি সিনিয়র ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। এ বয়সে সে পঞ্চাশোর্ধ সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট এর অধিকারী। কেরাত, হামদ নাত, ইসলামী সংগীত রচনা, কবিতা আবৃত্তি বাচিক শিল্পী সৃজনশীল লেখা সুরকার ও গীতিকার কোভিট-১৯ এর সময় online class পরিচালনায় সুনাম রয়েছে। Fahim Tasnim media নামে YouTube channelএ, শতাধিক সংগীত সৃষ্টিকর্ম upload রয়েছে। তারা ভাই-বোন জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। তার কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন দ্বীনি সিনিয়র মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলীনুর ও মাদ্রাসার শিক্ষা পরিবার। তার বড় ভাই কাজী শফিক হজ্ব গ্রুপের চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম। অভিনন্দন ও আর্শিবাদ জানিয়েছেন পিতব্য কাজী মাওলানা শাহেদ আলী। সে সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় পর্যায়ে কেরাত ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সে সকলের দোয়া প্রার্থী।
Posted ৮:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed