বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলী উপজেলা পরিষদ নির্বাচন : ১১ স্বাম্ভব্য প্রার্থীর গণসংযোগ

আব্দুল্লাহ আল নোমান, আমতলী (বরগুনা)   |   রবিবার, ০৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   67 বার পঠিত

আমতলী উপজেলা পরিষদ নির্বাচন : ১১ স্বাম্ভব্য প্রার্থীর গণসংযোগ

ফাইল ছবি

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ স্বাম্ভব্য প্রার্থী গণ সংযোগ করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন স্বাম্ভব্য প্রার্থী রয়েছে। রাত-ভর তারা গ্রাম থেকে গ্রামান্তরে গণ সংযোগ করছেন। উপজেলা সর্বত্র বইছে নির্বাচনের হাওয়া। চায়ের দোকান ও পাড়া মহল্লাসহ সর্বত্রই প্রার্থীর পক্ষে- বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে।

জানা গেছে, অমাতলী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৯ মে। এ নির্বাচনকে সামনে রেখে ১১ স্বাম্ভব্য প্রার্থী বিভিন্ন এলাকায় গণ সংযোগ করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া,ওয়েষ্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেডএর পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান, বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি প্রায়াত সাংসদ নিজাম উদ্দিন তালুকদারের ছেলে এলমান আহমেদ সুহাদ তালুকদার। ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, বরগুনা জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান মঈন, যুবলীগ নেতা নাজমুল হাসান সোহাগ। নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ মহিলা বিষয়ক সম্পাদিকা জেসিকা তারতিলা জুথি, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আকতার জোসনা গণ সংযোগ করছেন। প্রার্থীরা জনগনের সমর্থণ আদায়ে গণ সংযোগ করছেন।

বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি প্রায়াত সাংসদ নিজাম উদ্দিন তালুকদারের ছেলে এলমান আহমেদ সুহাদ তালুকদার বলেন, প্রায়াত বাবার প্রতি মানুষের ভালোবাসা ধরে রাখতেই গণ সংযোগ করছি।

ওয়েষ্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেডএর পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান বলেন, গণসংযোগ করে যাচ্ছি। আশা করি জনগণ আমাকে সমর্থন দিবে।

আমতলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, জনগণের সমর্থণ নিতে বিভিন্ন এলাকায় গণ সংযোগ করছি। জনগনের ভালোবাসা আমাকে লক্ষ্যে এগিয়ে নিবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া বলেন, সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করেছি। এখনও তাদের পাশে থেকে কাজ করতে চাই।

Facebook Comments Box

Posted ৬:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com