
কুলাউড়া প্রতিনিধি | শনিবার, ০৪ মে ২০২৪ | প্রিন্ট | 61 বার পঠিত
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের উদ্যোগে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ( ৪ মে) দুপুরে লক্ষ্মীপুর মিশনের সেন্ট ইউজিন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রত্যুষ আশাক্রা। মনিকা খংলা ও হেলেনা তালাংয়ের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন উপকমিটির সদস্য মোরশেদ উল জামান সেলিম, ফাদার যোসেফ গোমেজ ওএমআই। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাস্টার পাইরিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং। অনুষ্ঠানে বিভিন্ন পুঞ্জির হেডম্যান ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed