
বিশ্বনাথ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ | প্রিন্ট | 108 বার পঠিত
ছবি : সংগৃহীত
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসাদুর রহমান বলেছেন, করোনা-বন্যাসহ সকল দুর্যোগের সময় আমি উপজেলাবাসীর পাশে ছিলাম, আছি ও থাকব। ব্যাপকহারে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। যুক্তরাজ্যে থাকাকালে দেশের মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে কাজ করেছি।.
বৃহস্পতিবার (২ মে) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,উপজেলাবাসীর ভোটে আমি নির্বাচিত হলে যেমন নিজে কোন প্রকার দূর্নীতির সাথে সম্পৃক্ত থাকব না, তেমনি কোন দূর্নীতিবাজকেও প্রস্থয় দেব না। উপজেলা পরিষদটি হবে জনতার, সমবন্টনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে সকল উন্নয়ন প্রকল্প।
চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসাদুর রহমান রাহিন আরোও বলেন, প্রবাসীরা নিজেদের কোন কাজে কোন দপ্তরে গেলে যাতে অযথা হয়রাণীর শিকার না হন, আমি সেই উদ্যোগ গ্রহন করব। সরকারের পাশাপাশি প্রবাসীদের সার্বিক সহযোগীতায় এলাকার উন্নয়ন এগিয়ে নেব।
Posted ৮:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed