
বিশ্বনাথ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
ছবি : সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আঞ্জুমানে আল-ইসলাহ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজ ক্বারী মাওলানা ইসলাম উদ্দিন।
বুধবার (১ মে) বিকেলে পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় তিনি বিশ্বনাথ উপজেলাকে অনিয়ম-দূর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক একটি সুন্দর উপজেলা গড়তে ৮মে নির্বাচনে ‘বই’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে সকলের প্রতি অনুরোধ জানান।
ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বলেন, আমার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও মানুষের কল্যাণ। মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা’সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথকে অনিয়ম-দূর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক উপজেলায় পরিণত করতে পারবো বলে আমি আশাবাদী।
Posted ৬:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed