
শান্তিগঞ্জ প্রতিনিধি | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 84 বার পঠিত
আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও বাসস্টেন্ডে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে মতভিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজলার উজানীগাঁও বাসস্টেন্ডে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির পুত্র অর্থনীতিবিদ সাদাত মান্নান অভির সমর্থনে মতবিনিময় সভায় জয়কলস ইউপি সদস্য মছকু মিয়ার সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদ মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত মান্নান অভি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী আলা উদ্দীন, আব্দুল করিম, মন্তাজ আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিতাংশু শেখর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা,সদস্য এড. নুর আলম,মাষ্টার মানিক লাল চক্রবর্তী, বিরেন্দ্র দাস, সায়াদ হোসেন জায়গীরদার রানা, লিটন মিয়া, ব্যাংক কর্মকর্তা মতিউর রউফ চয়ন, মাফিকুল ইসলাম, খুশিদ মিয়া, আব্দুল মোকব্বির খোকন প্রমূখ।
Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed