
অনলাইন ডেস্ক | রবিবার, ২১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
সিলেটের জৈন্তাপুরে মসজিদে নামাজ পড়াতে যাওয়ার সময় বজ্রপাতে এক ইমামের মৃত্যু হয়েছে।
নিহতের নাম হাফেজ কবীর উদ্দিন (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার বড়চতুল সোনাতলার এবাদুর রহমানের ছেলে।
রবিবার (২১ এপ্রিল) ভোর ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
হাফেজ কবীর উদ্দিন জৈন্তাপুরের টিকরপাড়া মসজিদে ইমামতি করতেন।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়াতে জৈন্তাপুরের টিকরপাড়া মসজিদে যাচ্ছিলেন ইমাম হাফেজ কবীর উদ্দিন। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed