
জগন্নাথপুর প্রতিনিধি | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা খালেদ সাইফুল্লাহ উপস্থাপনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ ছিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শারমিনারা আশা, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, চিলাউড়া হলদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, আওয়ামী নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
Posted ৭:১১ অপরাহ্ণ | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed