মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ভুকশিমইলে কর্মিসভায় নাদেল

এলাকার সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

এলাকার সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘আওয়ামী লীগ একটানা ক্ষমতায় থাকায় দেশের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যুতে আলোকিত হয়েছে সারা দেশ। ডিজিটাল বাংলাদেশের সুফল এখন ঘরে ঘরে। প্রত্যন্ত গ্রামের লোকজনও এখন নিজ ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে দেশ-বিদেশের জরুরি কাজ করতে পারছেন। আগামীতে দেশকে স্মার্ট দেশে পরিণত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এজন্য আসন্ন নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। যার যার এলাকার সার্বিক উন্নয়নের জন্য সবাইকে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শফিউল আলম চৌধুরী নাদেল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ভুকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী কাঞ্চন মিয়া।

সভায় শফিউল আলম চৌধুরী নাদেল আরও বলেন, ‘দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকির পাড়েই ভুকশিমইল ইউনিয়ন অবস্থিত। এই হাওর বোরো ফসল ও মৎস্য সম্পদের ভাণ্ডার। পর্যটনের জন্যও অত্যন্ত সম্ভাবনাময়। তাই হাকালুকি হাওরকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অনেক উন্নয়ন করা সম্ভব। সকলের সহযোগিতায় আমি সেই উন্নয়ন করতে চাই। পাশাপাশি ভুকশিমইল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা এখনও অনেক পিছিয়ে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করার প্রয়োজন রয়েছে। এই এলাকার উন্নয়নে কাজ করতে আমি সকলের সমর্থন ও সহযোগিতা চাই।’

ভুকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন -কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, গৌরা দে, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী সুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা, ভুকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকুল মিয়া, কামরুল ইসলাম জায়েদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকি মানিক, হেলাল আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি বীরেন্দ্র কান্ত দাস, সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com