অনলাইন ডেস্ক | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 77 বার পঠিত
ঘুরে দাঁড়ানোর যে বার্তা দিয়ে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু, সেটা থাকল এরপরও। কিন্তু হঠাৎ মাথায় ভূত চাপে মুশফিকের!
কাইল জেমিসনের বলটা ব্যাকফুটে খেলেছিলেন ৩৫ রানে ব্যাটিং করা অভিজ্ঞ ব্যাটার। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। স্টাম্প থেকে দূরে থাকলেও কী মনে করে মুশফিক ডান হাত দিয়ে বলটা ধরেন।
প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ৫ উইকেট
সঙ্গে সঙ্গেই আবেদন করেন জেমিসন। অধিনায়ক টিম সাউদিসহ বাকিরাও যোগ দেন আবেদনে। টিভি রিপ্লে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার। তাতে শাহাদাতের সঙ্গে মুশফিকের ৫৭ রানের জুটি ভাঙে।
মুশফিকের আউটের পর আবার বিপর্যয় নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। অভিজ্ঞ ব্যাটারের এমন আউটের পর উইকেট ছুড়ে আসেন শাহাদাত। গ্লেন ফিলিপসের লেগ স্টাম্পের পিচ করা ডেলিভারি টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। অন সাইডে খেলার চেষ্টা করেন শাহাদাত। ব্যাটের কানায় লেগে যাওয়া বল সহজেই ক্যাচ নেন কিপার টম ব্লান্ডেল।
এরপর দ্রুতই ফিরেছেন নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে চার বিরতিতে যাওয়ার আগে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৯ রান।
Posted ৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed