অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 309 বার পঠিত
ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ওরিয়েন্টাল হেরিটেইজ আয়োজিত আন্তর্জাতিক প্রাচ্যবিদ্যা সম্মেলনে সংস্কৃত শিক্ষা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “বিদ্যারত্ন” সম্মাননা পেলেন ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি রবীন্দ্র সদন দমদম কোলকাতায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে প্রাচ্যবিদ্যা ও বৈদিক সংস্কৃতি এবং সংস্কৃত ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে স্বরচিত প্রবন্ধ তুলে ধরেন। ড. দিলীপ প্রায় ৩০ বছর যাবৎ শ্রীহট্ট সংস্কৃত কলেজে শিক্ষকতায় নিয়োজিত থেকে সংস্কৃত শিক্ষার প্রসারে কাজকরে যাচ্ছেন। তিনি বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড, ঢাকা ও বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের পরিচালনা পর্ষদ সদস্য হিসেবেও দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রফেসর ড. মঞ্জুরুল আহসানসহ প্রতিনিধি দলের মোট ২৩ জন প্রতিনিধি মধ্যে সিলেটের রাগীব-রাবেয়া হোমিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শৈলেন্দ্র কুমার দাশ, মহর্ষি পতঞ্জল এ্যাওয়ার্ড এবং জ্যোতিষী ড. চিন্ময় চৌধুরী, জ্যোতিষ পদ্মশ্রী ওকাশী বিশ্বনাথ অ্যাওয়ার্ড লাভ করেন।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed