শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিচেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব প্রকৌশলী গৌতম দে

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   182 বার পঠিত

মানিচেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব প্রকৌশলী গৌতম দে

‘মানিচেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর ত্রৈবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে মহাসচিব পদে সিলেটের কৃতিসন্তান প্রকৌশলী গৌতম দে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গত শনিবার (৩ ফেব্রুয়ারি) এই নির্বাচন রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রকৌশলী গৌতম দে সিলেটের লালদিঘীরপার কালীঘাটের ‘মা-মনি মানি এক্সচেঞ্জ হাউজ’-এর স্বত্বাধিকারী। নির্বাচনে মানিচেঞ্জার্স স্বার্থ সংরক্ষণ ফোরাম অব বাংলাদেশ মনোনীত (জামান-গৌতম) পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে।
আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় স্যুট নং-৭/বি, আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টনস্থ এসোসিয়েশনের অফিস কক্ষে শপথ গ্রহণ ও দায়িত্বভার অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ২৪ বছরের মধ্যে ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে প্রকৌশলী গৌতম দে নির্বাহী কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রকৌশলী গৌতম দে সিলেট মানিচেঞ্জারস্ এসোসিয়েশনের জন্মলগ্ন থেকেই সাধারণ সম্পাদক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করে আসছেন। ‘মানিচেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর ত্রৈবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কাজী আবুল কালাম সামসুদ্দীন। মোট ভোটার সংখ্যা ২০৯ জন। প্রকৌশলী গৌতম দে মোট ভোট পান ২০৪টি। নির্বাচনে ১০৮ ভোট পেয়ে সভাপতি পদে জামান মানি চেঞ্জিং হাউজ ঢাকা-এর স্বত্বাধিকারী এম এস জামান নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com