অনলাইন ডেস্ক | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 59 বার পঠিত
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সবাইকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বাণীতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যিশু খ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত এবং আলোর দিশারী।’
খ্রিস্টধর্মাবলম্বীসহ সকলের শান্তি ও কল্যাণ কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।
Posted ১১:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed