
বিশ্বনাথ প্রতিনিধি | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন (২য়) টুর্নামেন্টের উদ্বোধন জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন হয় টুর্নামেন্টের।
এসোসিয়েশনের সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে বাতিঘরের সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান আশিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জজকোর্টের আইনজীবী মাস-উদ হাসান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমির উদ্দিন, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সদস্য রাজা মিয়া প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে শানুর জুটি রহিমপুর ও অরেঞ্জ মোবাইল গার্ডেন করিম উল্লাহ মার্কেট একে অপরের মোকাবেলা করে।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed