শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন পাঁচভাই রেস্টুরেন্ট

বিশ্বনাথ প্রতিনিধি   |   শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত

বিশ্বনাথে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন পাঁচভাই রেস্টুরেন্ট

সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে উপজেলার ক্রীড়া ইতিহাসের সর্ববৃহৎ আয়োজন ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র ৫ম আসরের ফাইনাল খেলায় বেলাল একাদশ সাতপাড়া কে ২-১ গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হলো পাঁচভাই রেস্টুরেন্ট লন্ডন চাঁনপুর, বিশ্বনাথ।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন টুর্নামেন্ট’র প্রথম গোলদাতা পাঁচভাই রেস্টুরেন্টের একজন বিদেশি খেলোয়াড়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পৌর শহরের শ্রীধরপুর গ্রামের মাঠে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি সহ নগদ ৩ লক্ষ টাকা ও রানার্সআপ দলের হাতে ট্রপি সহ নগদ ২ লক্ষ টাকা পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া ভালো খেলোয়াড়দের মধ্যে ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট প্রদান করা হয়েছে।

টুর্নামেন্ট’র অর্থদাতা সেবুল মিয়ার সভাপতিত্বে ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর ও মোহাম্মদ আলী লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম. আছকির আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, গরীব অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, যুক্তরাজ্য প্রবাসী তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবদুল বাসিত, লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট এর প্রধান সমন্নয়ক মুমিন খান মুন্না, আবুল বাশার, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাপ্পি প্রমুখ।

পুরস্কার বিতরণ শেষে ৬ষ্ঠ আসরের আয়োজন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন আয়োজক কমিটি।

Facebook Comments Box

Posted ১০:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com