
শান্তিগঞ্জ প্রতিনিধি | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 45 বার পঠিত
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি’র) নাহিয়ান নামে এক শিক্ষার্থীর সঙ্গে ভাড়া আদায় নিয়ে যাত্রীবাহি বাসের চালকের দ্বন্দ্ব, কথা কাটাকাটি এবং পরে ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কাম্পাস।
সোমবার(২৭ জানুয়ারী) সকাল দশটায় এই ঘটনায় ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারি কমিশনার গোলাম রব্বানী, থানার ভারপ্রাপ্ত অফিসার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিবহন শ্রমিক নেতাদের হস্তক্ষেপে ৪৫ মিনিট পর পরিস্থিতি শান্ত হলেও বিকেলের মধ্যে ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। অন্যথায় আবারও সড়ক অবরোধ কর্মসূচিতে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিকালে শিক্ষার্থীদের ছয় দফা দাবি সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন শ্রমিক নেতারা মেনে নেওয়ায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি’র)শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে ফিরে যান তারা।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা সমাধানের বিষয়টি নিশ্চিত করেন।
Posted ১১:১১ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed