শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরের আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   54 বার পঠিত

জগন্নাথপুরের আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার অধীনস্থ আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন পৌর এলাকার হবিবপুরের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক তাঁকে এ পদে মনোনীত করা হয়। তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন বিদ্যালয় পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সাথে।

উল্লেখ্য ২০০৩ সালে প্রকাশিত সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক, সাহিত্যিক, কলামিষ্ট জিয়াউর রহিম শাহীন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলার জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিক হামলা মামলার শিকার হয়েছেন। এরপরেও দলীয় হাইকমান্ডের নির্দেশ পালনে তিনি শত অত্যাচার, নির্যাতন আর জুলুম সহ্য করে ও আন্দোলনের মাঠ থেকে পিছু হঠেননি। অত্যন্ত ভদ্র, নর্ম, শালীন এবং সুশিক্ষিত অ্যাডভোকেট শাহীন এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে মনোনয়ন পাওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com