রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে ৫ম লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত

বিশ্বনাথে ৫ম লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়ালো বিশ্বনাথের ‘বিশ্বকাপ’ খ্যাত বিগ বাজেটের ফুটবল আসর ‘লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্ট’র ৫ম আসরের। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল আড়াইটায় উপজেলার শ্রীধরপুর ফুটবল মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ এম. ইলিয়াস আলীর সহোদর ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের উপদেষ্ঠা এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি বলেন, খেলাধুলার মান বৃদ্ধিসহ বিশ্বনাথ উপজেলায় দুটি স্টেডিয়াম করা হবে। এসময় তিনি এম. ইলিয়াস আলী যাতে সবার মাঝে দ্রুত ফিরে আসেন এজন্য সবার কাছে দোয়া কামনা করেন।

উদ্বোধকের বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচিত সাধারণ সম্পাদক গোলজার খান। প্রবাসীদের অর্থায়নে এ জমজমাট টূর্ণামেন্টের আয়োজন করে উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।

টূর্ণামেন্টের অর্থদাতা সদস্য ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা তোফজ্জাল আলম তোফায়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, টূর্ণামেন্টের অর্থদাতা সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম, টূর্ণামেন্টের অর্থদাতা সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল বাসিত বকুল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও ক্রীড়ানুরাগী শানুর আলী, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা খলিলুর রহমান, টূর্ণামেন্টের অর্থদাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী শেখ নিজাম উদ্দিন শাহ। স্বাগত বক্তব্য রাখেন লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের অন্যতম সমন্বয়ক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না।

উদ্বোধনী ম্যাচে বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করে হেলাল ফুটবল একাদশ দশঘর শাহবাজপুর। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হেলাল একাদশ দশঘর শাহবাজপুর দলের ফুটবলার মিলাদ।

এদিকে, টূর্ণামেন্টকে ঘিরে শ্রীধরপুর মাঠটিকে বর্ণিল রুপে সাজিয়ে একটি মিনি স্টেডিয়ামে পরিনত করা হয়। বিকেলে বাদ্যযন্ত্র তালে ও দেশি বিদেশী ফুটবলারদের ক্রীড়া নৈপূন্যে মেতে উঠেন কয়েক হাজার দর্শক। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে জনতা সংঘ শ্রীধরপুর। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com