বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ 

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

গাজীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ 

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে  ডানকিনি এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দ্বাদশ শ্রেণি শাখার ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন  নিহত হয়েছেন। আহত হয়েছেন কামরুল হাসান নামে আরেক শিক্ষার্থী। এরা  ছাত্রলীগের সদস্য। আলামিন হোসেন (২০) উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা জাতির পিতা  বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান হয়েছিল গতকাল। এই  অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। ওই মারামারির ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সমাধান করার কথা ছিল। এরই সূত্র ধরে উপজেলা ডানকিনি এলাকায় বৃহস্পতিবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানের নেতৃত্বে ৮-১০ জন সংবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ততক্ষণে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়।  কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধিন।

Facebook Comments Box

Posted ৮:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com