বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে এনএসএস এর আমরা ঘন্টা বাজাই শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   26 বার পঠিত

আমতলীতে এনএসএস এর আমরা ঘন্টা বাজাই শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

‘শিক্ষায় প্রবেশ গম্যতা সকল শিশুর সাংবিধানিক অধিকার’ আসুন আমরা সকল শিশুদের সাথে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে অঙ্গীকারাবদ্ধ হই।’ এই শ্লোগান নিয়ে আমতলীর শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (৩ জুন) সকাল ১১টায় ‘আমরা ঘন্টা বাজাই শীর্ষক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।’ ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৪ শতাধিক শিশু অংশগ্রহণ করে। সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলেপমেন্ট (সিডিডি) ও লিলিয়ানী ফন্টসের সহযোগিতায় এনএসএস এ কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় সভাপত্বি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল হোসেন বিএসসি, এনএসএস এর মনিটরিং কো-অর্ডিনেটর কাজী আলীয়া মান্নান জুগনু ও প্রোগ্রাম অফিসার মো. গোলাম মস্তফা প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীরা ব্যানারে স্বাক্ষর ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষণা করেন। পরে বিদ্যালয়ের মাঠে বাঁশি বাজিয়ে শিশুদের উপস্থিতে ঘন্টা বাজিয়ে তাদের এই কর্মসূচির সাথে অর্ন্তক্তূক্ত করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রতিবন্ধী শিুদের অন্তভূক্তিশূলক শিক্ষা গ্রহণে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com