
গোয়াইনঘাট প্রতিনিধি | শনিবার, ০১ জুন ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
ছবি : সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক বদরুল হক।
শনিবার (১ জুন) সকালে উপজেলার আলীরগাঁও ইউনিয়নপর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
এসময় সাথে ছিলেন ও পরিদর্শন করেন,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমও মনিটরিং করেন।
Posted ৯:২৭ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed