
গোয়াইনঘাট প্রতিনিধি | শুক্রবার, ৩১ মে ২০২৪ | প্রিন্ট | 63 বার পঠিত
অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্টি আকস্মিক বন্যায় গোয়াইনঘাটের ক্ষতিগ্রস্ত সড়ক ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
শুক্রবার( ৩১মে) সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার মধ্যে জাফলং, পর্ব জাফলং, লেংগুড়া, পুর্ব আলীরগাঁও, ও পশ্চিম আলীরগাঁও, ডোবাড়ী,গোয়াইনঘাট সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজ -কালভার্ট সমূহ সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ।পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন,অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিন পরিদর্শন করেছি।উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ জামাল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ সমন্বয়ে গঠিত টিম উপজেলার ১৩ টি ইউনিয়নের রাস্তাঘাট, সড়ক,ব্রিজ -কালভার্টের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি গবাদিপশুর ক্ষয়ক্ষতি নিরুপনপ কাজ করছেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) , পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মকর্তাদের অনতিবিলম্বে নদী ও খালের পার্শস্থ গুরুত্বপূর্ণ স্থানের বাঁধ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রীজ সমূহকে দ্রুত মেরামত ও সংস্কার করে যানবাহন ও জনচলাচল উপযোগী করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed