
অনলাইন ডেস্ক | সোমবার, ২৭ মে ২০২৪ | প্রিন্ট | 53 বার পঠিত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন (৭৪) গত রবিবার রাত ১২টার দিকে সিলেটের আম্বরখানা বড়বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর প্রথম জানাজা মঙ্গলবার (২৮ মে) বাদ জোহর সিলেট আম্বরখানা বড় বাজার জামে মসজিদে ও একই দিনে বাদ আছর গৌরিনগর প্রাইমারি স্কুলমাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বর্ষীয়ান রাজনীতিবিদ নুরুল আমিনের মৃত্যুতে গভীর শোক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি । এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Posted ১০:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed