বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সর্বজনীন পেনশন স্কিমের ব্যাপারে সবাইকে উৎসাহ বাড়াতে হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক

জগন্নাথপুর প্রতিনিধি   |   শুক্রবার, ২৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   28 বার পঠিত

সর্বজনীন পেনশন স্কিমের ব্যাপারে সবাইকে উৎসাহ বাড়াতে হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন, দেশের আপামর জনতাকে অবসরকালীন পেনশনের আওতায় আনার বিষয়টি সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। তাই সার্বজনীন পেনশন স্কিমের ব্যাপারে সবাইকে উৎসাহ বাড়াতে হবে। এ ব্যাপারে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন।

তিনি বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এলাকাভিত্তিক সকল শ্রেণি পেশার মানুষকে স্কিমের যোগ্যতা অনুসারে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে জগন্নাথপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়াম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী।

বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ আব্দুল হাই।

উপস্থিত ছিলেন- জগন্নাথপুর প্রেসক্লাব সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অমিত দেব, সাংবাদিক আমিনুল হক সিপন, হুমায়ুন কবীর ফরীদি, রেজুওয়ান কোরেশী, আমিনুর রহমান জিলু, গোবিন্দ দে প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com