
ইমরান হোসেন, গাজীপুর | বুধবার, ২২ মে ২০২৪ | প্রিন্ট | 128 বার পঠিত
ফাইল ছবি
গাজীপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ২টি উপজেলায় ২১ মে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কালিয়াকৈর ও শ্রীপুর সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।প্রতিদ্বন্দীতাপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনে দুইটি উপজেলায় বিজয়ী চেয়ারম্যানরা হলেন, কালিয়াকৈর উপজেলাঃ কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সেলিম আজাদ মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শ্রীপুর উপজেলাঃ শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয়।
উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তাগণের প্রাপ্ত ফলাফলে জানা যায়, কালিয়াকৈর উপজেলায় মোট ভোটার সংখ্যাঃ ৩ লাখ ৬৩ হাজার ৭৯৪ টি, মোট ভোট কেন্দ্রঃ ১২৮ টি।
কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা হলেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মো.সেলিম আজাদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো.কামাল উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন, মো. মনোয়ার হোসেন শাহীন তালা প্রতীক নিয়ে ৪৯ হাজার ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী জাহা নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিব আহমেদ রাসেল বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৪৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন, মোসাঃ শরীফা আক্তার হাঁস প্রতীক নিয়ে ৬৮ হাজার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়দা নাসরিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ১১০ভোট।
শ্রীপুর উপজেলা ঃ শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দী, মো: আব্দুল জলিল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।
উল্লেখ্য, জামিল হাসান দুর্জয় প্রয়াত আওয়ামী লীগ নেতা এড. রহমত আলীর ছেলে এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই। নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করার পর তিনি প্রচার শেষ হওয়ার দিন উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পান। তারপর তিনি কোন প্রচারণায় অংশ নিতে পারেননি।
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. নাসির মোড়ল বই প্রতীক নিয়ে ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটম প্রতিদ্বন্দী মো: আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা রহমান সেলাই মেশিন প্রতীক নিয়ে ২৩ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দী হালিমা খাতুন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮১৮ ভোট।
Posted ৯:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed