
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 49 বার পঠিত
ফাইল ছবি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রথম বার প্রতিদ্বন্দ্বীতা করে বাজিমাত করেছেন যুবলীগ নেতা আফতাব উদ্দিন।
প্রার্থীদের এজেন্ট ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অন্তত ১৬ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
আনারস প্রতীকে আফতাব উদ্দিন পেয়েছেন ৩৬ হাজার ৫১৫ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগে সভাপতি আবুল হোসেন পেয়েছেন ২০ হাজার ৬৪০ ভোট।
তবে বেসরকারিভাবে ফলাফল পেতে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাহিরপুর উপজেলা মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩ জন।
Posted ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed