
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
ফাইল ছবি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের সীমান্তিক উপজেলা ধর্মপাশায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ।
তিনি ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নাসরিন সুলতানা দিপা বিজয়ী প্রার্থীর চেয়ে ৭ হাজার ২৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬২৫ ভোট। এই উপজেলায় ৪৩ কেন্দ্রে ১ লাখ ৬৬৮৫ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জন প্রার্থী।
Posted ১০:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed