শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যা

নরসিংদী প্রতিনিধি   |   সোমবার, ১৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যা

ফাইল ছবি

নরসিংদী জেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ রুবেল মিয়াকে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে ও পরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা সময় পাঁচদোনা ডাঙ্গা রোডের আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ রুবেল একজন আরোহিসহ মোটরসাইকেল দিয়ে পাকুরিয়া বাজার দিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন মুখোসদারি সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে গুলি করে। গুলি করার পর সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা গাড়িতে করে পালিয়ে যায়।

হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বান চৌধুরী, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানসহ ডিবি, ডিএসবি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিস মিঠু জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। এসে জানতে পারি রুবেলকে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করা হয়। প্রথমে রুবেলকে গুলি করলে সে পরে যায়। পরে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা। কে বা কারা জড়িত বলতে পারছি না। তবে নির্বাচন কেন্দ্রিক পূর্ব শত্রুতা থাকতে পারে। আমি এ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। শুধু মেম্বারই না এমন মৃত্যু যেন কোন সাধারণ নাগরিকের না হয়। তিনি আরো বলেন রুবেলের সাথে একজন ছেলে ছিল সে হয়তো কারা তাকে হত্যা করেছে চিনতে পারবে হয়তো।

নিহত মেম্বার রুবেলের ছোট ভাই মোঃ ইমন বলেন, আমার বড় ভাইয়ের সাথে যারা বিরোধী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তাদের সাথে আমার ভাইয়ের শত্রুতা রয়েছে। তিন আরো জানান, আমার ভাইকে হাত্যাকারীরা যখন হত্যা করে তখন ভাইয়ের সাথে ইসমাইল ছিল। তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে।

এবিষয়ে ডিবির একজন অফিসারের সাথে কথা বললে তিনি জানান, হত্যাকান্ডের সময় মেম্বার রুবেলের সাথে তার মোটরসাইকেলে ইসমাইল নামে একজন ছিল। তাই ঘটনা জানতে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ইসমাইলকে হেফাজতে নিয়েছি।

এ ব্যাপারে মাধবদী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের কোন কারণ এখনো জানা যায়নি তবে আমরা ঘটনার তদন্ত করে কারা হত্যাকান্ডের সাথে জড়িত এবং কেন হত্যা করেছে পরে তা বিস্তারিত জানাতে পারব।

Facebook Comments Box

Posted ৭:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com