মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘরের মাঠেও বড় ব্যবধানে হার সিলেটের, অল্প পুঁজিতেই কুমিল্লার জয়

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   63 বার পঠিত

ঘরের মাঠেও বড় ব্যবধানে হার সিলেটের, অল্প পুঁজিতেই কুমিল্লার জয়

তারকাসর্বস্ব কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৩০ রানে আটকে দিয়েও ঘরের মাঠে জয়ের দেখা পেলো না মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। চরম ব্যাটিং ব্যর্থতায় কুমিল্লার কাছে ৫২ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তিন ম্যাচে এটি কুমিল্লার দ্বিতীয় জয়, তিন ম্যাচে সবকটিতেই হারলো সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন সিলেটের অধিনায়ক মাশরাফি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৪ ওভার বল করে ১৬ রানে মূল্যবান ৩ উইকেট নেন ইংল্যান্ডের সামিত প্যাটেল।

কিন্তু ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অফস্পিনার আলিস আল ইসলামের তোপের মুখে পড়ে ২৮ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। নাজমুল হোসেন শান্ত (৫), মোহাম্মদ মিঠুন (০), ইয়াসির আলি (১), বেন কাটিং (১), মাশরাফি বিন মর্তুজা (০)-দাঁড়াতে পারেননি কেউই।

জাকির হাসান কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু ৩৪ বলে ৪১ রান করে অষ্টম ব্যাটার হিসেবে তিনিও ফিরলে শেষ আশাটাও শেষ হয়ে যায় সিলেটের। ১৬.২ ওভারে ৭৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। আলিস আল ইসলাম ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। সমান ওভারে ১৭ রানে ২ উইকেট পান রস্টন চেজ।

এর আগে টস জিতে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই কুমিল্লার অধিনায়ক লিটন দাসকে ৮ রানে বিদায় দেন সিলেটের অস্ট্রেলিয়ার পেসার বেন কাটিং। শুরুতে লিটনকে হারালেও, দলের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ইমরুল কায়েস। ৩৫ বলে ৪৭ রান তুলে পাওয়ার প্লেতে দলের স্কোর ৫৩তে নেন তারা। সপ্তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ১৪ রান করা রিজওয়ানকে শিকার করেন স্পিনার ইংল্যান্ডের সামিত প্যাটেল। নিজের পরের ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩০ রান করা ইমরুলকে আউট করেন প্যাটেল।

প্যাটেলের ঘূর্ণির মধ্যে রান আউটের ফাঁদে পড়েন ৯ রান করা তাওহিদ হৃদয়। এ অবস্থায় নিজের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের রোস্টান চেজকে ২ রানে লেগ বিফোর আউট করেন তৃতীয় উইকেট তুলে নেন প্যাটেল। এমন অবস্থায় ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা।
দলকে চাপমুক্ত করতে জুটি বাঁধেন জাকের আলি ও পাকিস্তানের খুশদিল শাহ। ১৬তম ওভারে ব্যক্তিগত ৮ রানে ইয়াসির আলির হাতে জীবন পান জাকের। এরপর ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৩৯ রান যোগ করেন ইয়াসির-জাকের।

২১ রান করা খুশদিলকে ১৮তম ওভারে থামিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা। শেষ ওভারে জীবন পাওয়া জাকেরকে ২৯ রানে বিদায় করেন এনগারাভা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় কুমিল্লা। সিলেটের প্যাটেল ১৬ রানে ৩টি, এনগারাভা ২৫ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৩০/৮, ২০ ওভার (ইমরুল ৩০, জাকের ২৯, প্যাটেল ৩/১৬)।
সিলেট স্ট্রাইকার্স : ৭৮/১০, ১৬.২ ওভার (জাকির ৪১, বার্ল ১৪, আলিস ৪/১৭)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ রানে জয়ী।
ম্যাচ সেরা: আলিস আল ইসলাম(কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

Facebook Comments Box

Posted ১২:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com