
শান্তিগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপি ও অঙ্গ সেহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ব্যারিস্টার আনোয়ার হোসেন এর রাজনৈতিক কার্যালয়ে শান্তিগঞ্জে, উপজেলা সেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমানের সভাপতিত্বে, সাবেক ছাত্রদল নেতা মোফাচ্ছির আহমদ রিয়াদের পরিচালনায় প্রধান অতিথর বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদের আহমদ।
বিশেষ অতিথর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মহিম খান ময়না ,বিশম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বুরহান উদ্দীন।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইসমত পশা,আব্দুল লতিফ,বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ময়না, মাষ্টার শামীম আহমদ, জাসাসের নেতা নাজমুল হোসেন, ছাত্রদল নেতা মুরশেদ আহমদ হৃদয়, তপু ইসলাম ইমন, নাঈমুর রহমান রেজুয়ান প্রমূখ। দোয়া ও ইফতার মাহফিলে হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ক্বারী শহীদ মিয়া।
Posted ১০:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed