রবিবার ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি   |   শুক্রবার, ২১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   44 বার পঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার (২১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। জুমার নামাজের পর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘ওয়ান টু থ্রি ফোর,আওয়ামী লীগ নো মোর, ‘ আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ব্যান ব্যান খুনি লীগ’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। যারা  আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই , আপনারা সচেতন হয়ে যান গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলে আপনাদের পরিণতি আরও ভয়াবহ হবে।”

জবি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি রায়হান হাসান রাব্বি বলেন,”জুলাই বিপ্লবে যারা পাখির মতো গুলি করে আমাদের ভাইদের মেরেছিল, আমরা বেঁচে থাকতে তারা কিভাবে এই দেশের রাজনীতি করে? আজ আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যতদিন  পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহবায়ক মো: নুরনবী বলেন, “সেনাবহিনীর একটা অংশ আমাদের সহযোগী ছিলো এটা অস্বীকার করার কোন সুযোগ নাই অপরদিকেও আরেকটা অংশ ছাত্রদের উপর গুলি চালিয়েছে যেটা করুণ কাহিনী।”

সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Facebook Comments Box

Posted ৭:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com